Sports

সিরিজ অস্ট্রেলিয়ার, চাপ পড়লেই হারছে ভারতীয় দল

মরণ বাঁচন লড়াইয়ের ম্যাচে ভারতকে হারিয়ে ভারতের মাটিতে টি-২০ ও একদিনের সিরিজ জিতে দেশে ফিরছে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে এই সিরিজ হার কিন্তু ভারততে বাড়তি চাপে রাখল। অন্যদিকে ভারতের মাঠে তাদের ২টি ফরম্যাটেই সিরিজ জয় অস্ট্রেলিয়াকে অক্সিজেনও দিন। আত্মবিশ্বাসীও‌ করল।

৫ ম্যাচের একদিনের ক্রিকেট সিরিজের প্রথম ২টোই হেরে যায় অস্ট্রেলিয়া। ফলে শেষ ৩টে ম্যাচের ১টা জিততে পারলেই সিরিজ জিততে পারত ভারত। এই অবস্থা থেকে নিজেদের লড়াইয়ে ফিরিয়ে পরপর ৩টে ম্যাচই জিতল অজিরা। এই ৩টে ম্যাচই তাদের কাছে ফাইনালের মত ছিল। হয় জেতো, নয়ত সিরিজ হারো।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বুধবার শেষ ম্যাচে যে জিতবে সিরিজ তার। এই অবস্থায় খেলতে নেমে টস জিতে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। খোওয়াজার শতরানের ইনিংস ও হ্যান্ডসকম্বের ৫২ রানের যোগদানে ভর করে অস্ট্রেলিয়া ৫০ ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে তোলে ২৭২ রান। ভারতের পেস আক্রমণ এদিন ৫ উইকেট তুলে নেয়। একদিনের ক্রিকেটে ২৭২ রান খুব বড় রান নয়। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটসম্যানদের কালঘাম ছুটে যায়। এখনও যে ভারত চাপের ম্যাচে ধসে যায় তা এদিনের ম্যাচ থেকে পরিস্কার। আর তা থেকে পরিস্কার যে এবারের বিশ্বকাপে ভারত নিশ্চিত দাবিদার নয়। বরং অস্ট্রেলিয়া টিমটা নিজেদের বিশ্বকাপের আগে অনেকটাই গুছিয়ে নিতে পেরেছে।

ব্যাট করতে নেমে এদিন শিখর ধাওয়ান ১২ রানে, বিরাট কোহলি ২০ রানে, ঋষভ পন্থ ১৬ রানে, বিজয় শঙ্কর ১৬ রানে, রবীন্দ্র জাদেজা ০ রানে প্যাভিলিয়নে ফেরেন। রোহিত অনেক বল নষ্ট করলেও ৫২ রান করেন। কেদার যাদব কিছুটা লড়াই দিয়ে ৪৪ রান করেন। দারুণ লড়াই দিয়ে ৪৬ রান করেন ভুবনেশ্বর কুমারও। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। ভারত হারে ৩৫ রানে। ৫০ ওভার খেলে সব উইকেট হারিয়ে করে ২৩৭ রান।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *