Sports

ভারতের জয় এখন সময়ের অপেক্ষা

পঞ্চম দিনে কতক্ষণ খেলা চলবে। আধঘণ্টা, এক ঘণ্টা, নাকি তার চেয়ে আর একটু বেশি? প্রশ্ন এখন এটাই। এটা নয় যে কে জিতবে। কারণ চতুর্থ দিনের খেলা যখন শেষ হয় তখনই পরিস্কার হয়ে গেছে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে জয় ছিনিয়ে নিতে চলেছে ভারত। শুধু যা সময়ের অপেক্ষা। অজিদের পঞ্চম দিনে মাঠে নেমে জিততে গেলে করতে হবে ১৪১ রান। হাতে রয়েছে মাত্র ২টি উইকেট। কামিন্স ৬১ রান করে অপরাজিত অবস্থায় মাঠে থাকলেও তাঁর পক্ষে ১৪১ রানের লক্ষ্যে দলকে পৌঁছে দেওয়া কার্যত অসম্ভব। যেখানে অন্য প্রান্তে ব্যাটসম্যান হিসাবে তিনি পাবেন দলের ২ বোলারকে।

বক্সিং ডে টেস্টে কিন্তু পরপর ৪ দিনই নিজেদের দাপট ধরে রাখল ভারত। টস জিতে ব্যাট নেওয়া থেকে শুরু। তারপর প্রথম ইনিংসে ৪৪৩ রান করে ডিক্লেয়ার। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনে ৫ উইকেট ৫৪ রানে হারানোর পর এদিন খেলে দেন ঋষভ পন্থ। ৩৩ রান করেন তিনি। এদিন ঋষভ যখন আউট হন তখন ভারতের স্কোর ছিল ৮ উইকেট হারিয়ে ১০৬ রান। এখানে আর সময় নষ্ট না করে ডিক্লেয়ার করে দেন বিরাট কোহলি। ভারত লিড পায় ৩৯৮ রানের।

জিততে গেলে ৩৯৯ রান করতে হবে, এই অবস্থায় চতুর্থ ইনিংস খেলতে নেমে অস্ট্রেলিয়ার নিয়মিতভাবে উইকেট পতন হতে থাকে। দিনের শেষে ২৫৮ রান করে অজিরা। হারায় ৮ উইকেট। হাতে মাত্র ২টি উইকেট। করতে হবে ১৪১ রান। এদিন কামিন্সের ৬১ রানে অপরাজিত অবস্থায় থাকা লড়াই বাদ দিলে অজি ইনিংসে দ্বিতীয় বৃহত্তম স্কোর মার্শের। তিনি করেন ৪৪ রান। এছাড়া হেড (৩৪), খোওয়াজা (৩৩), অধিনায়ক পেন (২৬) কিছু করে রান দলের খাতায় যোগ করেন। অন্যরা তার চেয়েও কম।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button