Sports

বক্সিং ডে টেস্টে ভাল শুরু ভারতের

বক্সিং ডে-তে মেলবোর্নে টেস্ট শুরুর রেওয়াজ আজকের নয়। এবার সেই মেলবোর্নের মাঠে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত। ৪ টেস্টের সিরিজের প্রথম ২টোয় একটা জয় ভারতের। একটা অস্ট্রেলিয়ার। ফলাফল ১-১। এদিন শুরু হল তৃতীয় টেস্ট। টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। কার্যত আনকোরা ২ ব্যাটসম্যানকে দিয়ে ওপেন করিয়ে এদিন বিরাট কোহলি শুরুতেই চমক দিতে চেয়েছিলেন অজিদের। ব্যাট করতে নামেন হনুমা বিহারী ও মায়াঙ্ক আগরওয়াল। অজিদের মাঠে, তাদের ফাস্ট বোলারদের সামনে এটা অনেকের ঝুঁকি বলে মনে হলেও কিছুক্ষণের মধ্যেই সেই সব আশঙ্কা দূর হয়ে যায়। এদিন হনুমা বিহারী ৬৬ বল খেললেও করেন মাত্র ৮ রান। এরপর কামিন্সের বলে ক্যাচ তুলে আউট হন। কিন্তু মায়াঙ্কের ব্যাট অজিদের জন্য ভারী পরেছে। ৭৬ রানের একটা দুরন্ত ইনিংস খেলে ভারতকে দুরন্ত শুরু উপহার দেন এই তরুণ প্রতিভা। ১টি ছক্কা ও ৮টি চার মারেন তিনি।

এদিন পূজারা ফের দেখিয়ে দিলেন তিনি কেন টেস্ট স্পেশালিষ্ট হিসাবে পরিচিত। ২০০ বল খেলে দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে পূজারার সংগ্রহ ৬৮ রান। সঙ্গে অধিনায়ক বিরাট কোহলি। যিনি ১০৭ বল খেলে ৪৭ রান করে ক্রিজে রয়েছেন। প্রথম দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতের স্কোর ২ উইকেট খুইয়ে ২১৫ রান। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, অস্ট্রেলিয়ার মাঠে এটা খুব ভাল শুরু। দ্বিতীয় দিনেও এই ছন্দ ধরে থাকতে পারলে এই টেস্টে জয়ের সম্ভাবনা অচিরেই তৈরি হবে বলে মনে করছেন তাঁরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *