Sports

আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত শুরুর ছন্দ ধরে রাখতে পারল না ভারত

আফগানিস্তানের জন্য ঐতিহাসিক মুহুর্ত। দেশের প্রথম আন্তর্জাতিক টেস্ট। বৃহস্পতিবারই বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে ভারতের বিরুদ্ধে লেখা হল সেই আফগান ইতিহাস। ভারতের বিরুদ্ধে তাদের প্রথম আন্তর্জাতিক টেস্টে এদিন টস হারেন আফগান অধিনায়ক স্ট্যানিকজাই। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে। ব্যাট করতে নেমে ভারতের ২ ওপেনার শিখর ধাওয়ান ও মুরলী বিজয় কার্যত আফগান বোলিং নিয়ে ছেলেখেলা শুরু করেন। একটু বেশিই বিধ্বংসী মেজাজে ছিলেন শিখর। ৯৬ বলে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে ১৫৩ বলে ১০৫ রানের ইনিংস খেলেন মুরলী। দলগত ১৬৮ রানে প্রথম উইকেট পড়ে শিখর ধাওয়ানের। মুরলীর সঙ্গে জুটি বাঁধেন কেএল রাহুল। দলগত ২৮০ রানে ফেরেন মুরলী। মাত্র ৪ রান পর ৫৪ রানে ফেরেন রাহুলও। এরপর কিন্তু ভারতের পরপর উইকেট পতন অব্যাহত থাকে।

পূজারা ফেরেন ৩৫ রান করে। অধিনায়ক রাহানে প্রথম থেকেই বলে আসছিলেন আফগান শক্তিকে কোনও অংশে খাটো করে দেখছেন না তিনি। কিন্তু এদিন তাঁর ব্যাট থেকে এসেছে মাত্র ১০ রান। আফগান স্পিনের জাদুকর রশিদ খানের শিকার হন তিনি। রান আউট হয়ে কার্তিক ফেরেন ৪ রানে। দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪৭ রান। টেস্ট ক্রিকেটে প্রথমে ব্যাট করে এই রান কিন্তু অতটাও নির্ভরযোগ্য নয়। যদিনা দ্বিতীয় দিনের শুরুতে ভারতীয় টেল এন্ডাররা কোনওভাবে রানটাকে অন্তত ৫০০-তে পৌঁছে দিতে না পারেন। আফগান ব্যাটিং লাইনআপ সম্বন্ধে তেমন পরিস্কার ধারণা না থাকলেও তাদের হালকাভাবে নেওয়ার যে কোনও জায়গায় নেই তা এদিন ভারতের মিডল অর্ডারে ধস নামিয়েই বুঝিয়ে দিয়েছেন আফগান বোলাররা।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *