Sports

ফের লজ্জার হার, ভারতীয় দলের কাল হল লুঙ্গি!

হারটা ছিল সময়ের অপেক্ষা। ভারত যে দ্বিতীয় টেস্টও হারছে তা চতুর্থ দিনের বিকেলেই পরিস্কার হয়ে গিয়েছিল। তবে পঞ্চম দিনে যে বিনা যুদ্ধে পুরো ক্রিজ ছেড়ে দেবে তারা সেটা জানা ছিলনা ক্রিকেট বোদ্ধা থেকে আপামর ভারতীয়ের। সকলেই ভেবেছিলেন হারবে তো বটেই, কিন্তু অন্তত লড়াইটা দেবে। কিন্তু সেটাও হলনা।

বুধবার পঞ্চম দিনের খেলা শুরুর পর থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের শুরু হয় একের পর এক প্যাভিলিয়নে ফেরার তাড়া! ভারতীয় ব্যাটসম্যানদের এদিন বেশিক্ষণ ক্রিজে থাকতেই দেননি দক্ষিণ আফ্রিকার ২১ বছরের যুবা বোলার লুঙ্গি এনগিডি। চতুর্থ দিনের বিকেলে ২ জনকে ফিরিয়েছিলেন তিনি। এদিন ফেরালেন আরও ৪ ভারতীয়কে। এর পড়ে যেটুকু ছিল সেই উইকেট তুলে নিলেন রাবাদা। প্রসঙ্গত লুঙ্গির এই টেস্টই ছিল ডেবিউ টেস্ট। আর তা তাঁর জীবনে অবিস্মরণীয় হয়ে রইল।


২৮৭ রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ভারতীয় দলের গত মঙ্গলবার বিকেলেই পড়ে গিয়েছিল ৩ উইকেট। হাতে ছিল ৭টি। তাও সকাল সকাল শেষ করে দিল দক্ষিণ আফ্রিকার বিষাক্ত বোলিং। যার সামনে রোহিত শর্মা (৪৭) আর মহম্মদ সামি (২৮) ছাড়া কেউ টিকতেই পারেননি। ১৫১ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৩৫ রানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। এই জয়ের সঙ্গেই ৩ ম্যাচের টেস্ট সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই জিতে নিল প্রোটিয়ারা। তৃতীয় ও শেষ টেস্টে তারা ঝাঁপাবে ভারতকে হোয়াইট ওয়াশ করতে। আর তা যে হতেই পারে তা মেনে নিচ্ছেন ক্রিকেট বোদ্ধারা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button