Sports

ঋদ্ধি-অশ্বিনের জোড়া সেঞ্চুরি, ঘুরে দাঁড়াল ভারত


ডুবন্ত কোহলি ব্রিগেডকে খড়কুটো হয়ে টেনে তুলল ঋদ্ধিমান, অশ্বিনের চওড়া ব্যাট। দ্বিতীয় টেস্ট ড্র করে আপাতত ওয়েস্ট ইন্ডিজের মনোবল তুঙ্গে। তৃতীয় টেস্টেই সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারিবিয়ানরা। এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। কম রানে ভারতের ৫টি উইকেট ফেলে দিয়ে অভীষ্ট সাধনের দিকে অনেকটা এগিয়েও যায় তারা। ৩ রানে কোহলি, ১ রানে শিখর ধাওয়ান,  ৯ রানে রোহিত শর্মা প্যাভিলিয়নে ফেরার পর ক্যারিবিয়ান শিবিরে খুশির হাওয়া বইতে শুরু করে। এই অবস্থায় মিডল অর্ডারে উইকেট পতনের ধারায় লাগাম পরায় অশ্বিন আর ঋদ্ধিমান সাহা। এদের যুগলবন্দিতে খেলার মোড় ঘুরতে শুরু করে। অবশেষে দুজনের ব্যাট থেকেই সেঞ্চুরি আসার পর ফের ভারত লড়াই দেওয়ার মত একটা রান স্কোর বোর্ডে দেখতে পায়। অন্যদিকে ঋদ্ধি আর অশ্বিন যতটা খেলার রাশ সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের হাতে নিয়েছেন, ততই ক্যারিবিয়ানদের মুখের হাসি শুকিয়েছে। ১০৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধি। তবে ভারতকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেন যাতে ভাল খেললে জেতার স্বপ্ন দেখাতেও ভারতের আর কোনও বাধা রইল না।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *