Sports

ভারতীয় দলের হেডস্যার কুম্বলে

কানাঘুষো শোনা যাচ্ছিল আগে থেকেই। বৃহস্পতিবার বিকেলে সেই কানাঘুষোই সত্যি হল। বিসিসিআই প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুর এদিন সাংবাদিক সম্মেলনে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হিসাবে আনুষ্ঠানিকভাবে অনিল কুম্বলের নাম ঘোষণা করেন। এক বছরের জন্য এই চুক্তি হয়েছে বিসিসিআইয়ের। এই পদের জন্য দৌড়ে এগিয়ে ছিলেন অনিল কুম্বলে ও রবি শাস্ত্রী। তবে রবি শাস্ত্রীকে পিছনে ফেলে হেডস্যারের দায়িত্বের ফিনিশিং লাইনে পৌঁছলেন অনিল কুম্বলেই। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই স্পিনারের ঝুলিতে রয়েছে সাড়ে নশোর ওপর উইকেট। ঠান্ডা মাথার খেলোয়াড় হিসাবে পরিচিত কুম্বলে। আগামী দিনে এই ঠান্ডা মাথাকে হাতিয়ার করে বিরাটদের খেলার চেহারা তিনি কতটা বদলে দিতে পারেন আপাতত সেদিকেই চেয়ে ভারতবাসী।

Show More

Leave a Reply

Your email address will not be published.