Festive Mood

এই হোলিতে অন্য রং ব্যবহার হয়না, কেবল হলুদ রংয়ে হয় রং খেলা

হোলি মানেই তো নানা রংয়ের মেলা। কিন্তু সেখানে এ দেশে এমনও এক হোলি পালিত হয় যেখানে কেবল হলুদ রং দিয়ে হয় রং খেলা।

হোলির দিন নানা রংয়ে সেজে ওঠেন রং খেলায় মাতোয়ারা মানুষজন। লাল, সবুজ, নীল, হলুদ, বেগুনি, বাঁদুরে, হাজারো রকম রং দিয়ে চলে রং খেলা। সে বাংলার দোল হোক বা দেশে পালিত হওয়া হোলি। রংয়ে রং মিশেই পালিত হয় হোলি উৎসব।

আবার এই ভারতেই বিভিন্ন প্রান্তে হোলি পালিত হয় নানা রূপে। যেমন এক জায়গায় হোলি পালিত হয় শুধু হলুদ রং দিয়ে। সেখানে অন্য কোনও রংয়ের ব্যবহার নিষেধ। খেলতে হলে হলুদ রং দিয়েই হোলি পালন করতে হবে সকলকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

মনে করা হয় হোলি বড় করে পালিত হয় উত্তর ভারতে। দক্ষিণ ভারতে হোলির তেমন প্রভাব নেই। কেরালা এমন এক রাজ্য যেখানে সত্যিই উত্তর ভারতের মত এতটা চুটিয়ে হোলি পালিত হয়না।

তবে সেখানে কুদুম্বি সম্প্রদায়ের মানুষজন হোলি খেলেন। তাঁরা গোসরিপুরম মন্দিরে উপস্থিত হন। সেখানেই পালন করেন হোলি। ২ দিন ধরে চলে হোলি খেলা।

এখানে হোলি একটু অন্য রকম। একটি জায়গায় হলুদ গোলা হয়। হলুদ বলতে যে হলুদ খাওয়া হয়। সেই হলুদ জল তৈরি করে তাই দিয়ে খেলা হয় হোলি।

হোলির জল ছেটানোর জন্য সুপুরি গাছের পাতা ব্যবহার করা হয়। তাই দিয়ে হলুদ রং ছেটানো হয়। এভাবেই হোলি পালিত হয় সেখানে। সঙ্গে সেখানকার লোকগীতিতে মুখর হয়ে ওঠে চত্বর। এক আনন্দোৎসবে মেতে ওঠেন সকলে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *