World

গুহার মধ্যে অদ্ভুতদর্শন খুলি, রহস্যের কিনারা হল ৬৫ বছর পর

৬৫ বছরের ওপর ধরে একটি খুলি পাওয়া যাওয়া সত্ত্বেও তার সম্বন্ধে তেমন কিছু জানতে পারেননি বিশেষজ্ঞেরা। এতদিন পর সেই রহস্যের কিনারা হল।

সময়টা ১৯৬০ সাল। উত্তর গ্রিসের পেত্রালোনা গুহায় পাথরের দেওয়ালের গায়ে একটি খুলি পাওয়া যায়। যে খুলিটি ঠিক মানুষের মুখের খুলি ছিলনা বলেই মনে হয়েছিল বিশেষজ্ঞদের।

কিন্তু তা যদি মানুষের না হল তাহলে কার? কতদিন আগের খুলি সেটি? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা হলেও উত্তর খুঁজে পাওয়া যায়নি।

তবে এখন বিজ্ঞানীরা বিশ্বাস করছেন যে তথ্য আধুনিক প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে পাওয়া গিয়েছে তা সত্যি। ফলে এতদিন পর সেই খুলি রহস্যের কিনারা হয়েছে বলা যেতে পারে।


ইউরেনিয়াম থোরিয়াম ডেটিং পদ্ধতি ব্যবহার করে খুলিটি পরীক্ষার পর জানা গিয়েছে সেটির বয়স প্রায় ৩ লক্ষ বছর। তবে এটি বর্তমানে যে মানুষ দেখতে পাওয়া যাচ্ছে তাদের নয়।

সে সময় নিয়ানডার্থাল যুগ হলেও এই খুলি তাদেরও নয়। না হোমো স্যাপিয়েন্স আর না নিয়ানডার্থাল, এটি অন্য একটি বনমানুষ প্রজাতির।

অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তনের হাত ধরে এসব বনমানুষ থেকেই বর্তমান সময়ের মানুষের সৃষ্টি হয়। প্রাগৈতিহাসিক এই খুলির কথা নিউ ইয়র্ক পোস্ট সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। এছাড়া বিশ্বের নানা সংবাদমাধ্যমে খবরটি রীতিমত আলোড়ন ফেলেছে।

যে প্রজাতির বনমানুষের এই খুলি, তাদের জন্মসূত্র আফ্রিকা বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। তবে ৫ লক্ষ বছর আগে তাদেরই একটি অংশ আফ্রিকা থেকে চলে আসে ইউরোপে। ফলে ৩ লক্ষ বছর আগে গ্রিসের গুহায় তাদের খুলির সন্ধান পাওয়াটা স্বাভাবিক।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *