Sports

রবিবার মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচ হচ্ছে না

আইলিগ মোহনবাগান জিতে নিয়েছে। ২০২০-র আইলিগ চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। এখনও অবশ্য আইলিগে তাদের ৪টি ম্যাচ খেলা বাকি। যার একটি ডার্বি। আইলিগ জয়ের পাশাপাশি ডার্বিও একটা সম্মানের লড়াই। ২ যুযুধান শিবিরের লড়াই। বহু বছরের লড়াই। যা দেখতে, উপভোগ করতে, ধুকপুক বুকে খেলা দেখতে মুখিয়ে থাকেন ২ দলের সমর্থকেরাই। তাই একদিকে যখন মোহনবাগানকে হারিয়ে ডার্বি না পাওয়ার যন্ত্রণা কিছুটা হলেও ভোলার পথ খুঁজছেন ইস্টবেঙ্গল সমর্থকেরা। তখন মোহন সমর্থকেরা ডার্বি জিতে আইলিগ জয়ের আসল আনন্দটা উপভোগ করতে চাইছেন। এই অবস্থায় ২ পক্ষেই তাকিয়েছিলেন রবিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে। কিন্তু করোনা ২ দলের সমর্থকদের মাঠে থাকা থেকে দূরে সরিয়ে দিয়েছিল। তাতে কী! সকলেই ঠিক করেছিলেন টিভির পর্দাতেই চোখ রেখে দলের জন্য গলা ফাটাবেন।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকদের সেই টানটান উত্তেজনার প্রহর গোনাতেও এবার বাধা পড়ল। করোনার জেরে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন শনিবার জানিয়ে দিল আইলিগ আপাতত স্থগিত। আইলিগের কোনও খেলা হবে না। ৩১ মার্চ পর্যন্ত সব ম্যাচ স্থগিত করা হল। যার তালিকায় মোহন বাগান-ইস্টবেঙ্গল ডার্বিও রয়েছে। ফলে রবিবারের দিকে ২ দলের সমর্থকদের তাকিয়ে থাকায় আপাতত দাঁড়ি পড়ল।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

আইলিগ ছাড়াও ফুটবলের অন্য সব প্রতিযোগিতা আপাতত স্থগিত করার কথা জানিয়ে দিয়েছে এআইএফএফ। করোনা সংক্রমণের সম্ভাবনার কথা মাথায় রেখে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার আইএসএল-এর ফাইনাল ম্যাচ অবশ্য অনুষ্ঠিত হয়েছে। তবে মাঠে কোনও দর্শক ছিলেন না। কলকাতা বনাম চেন্নাইয়ের সেই ম্যাচ দেখার একমাত্র উপায় ছিল টিভির পর্দা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *