World

হোয়াইট হাউসে দলাই লামা

Dalai Lama Barack Obamaচিনকে চাপে রাখতে ফের নয়া চাল চালল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেখা করলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামার সঙ্গে। হোয়াইট হাউসেই তাঁকে আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। বর্তমানে আমেরিকা সফররত তিব্বতি ধর্মগুরু দলাই লামাকে চিন এক নির্বাসিত বিচ্ছিন্নতাবাদী বলে ব্যাখ্যা করে। কোনও দেশ তাঁকে আমন্ত্রণ জানালে বা দেশের শীর্ষ নেতা তাঁর সঙ্গে দেখা করতে চাইলে প্রকাশ্যেই তা নিয়ে উষ্মা প্রকাশ করে চিন। ফলে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দলাই লামার সাক্ষাৎ যে চিন ভাল চোখে নিচ্ছে না তা বলাই বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য বিস্তারের মরিয়া চেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমেরিকা। চিনের আশপাশের দেশগুলিও চিনের এই দাদাগিরি মেনে নিতে পারছে না। ফলে তারাও বিরোধিতার সুর চরমে তুলেছে। এই অবস্থায় কিন্তু নিজেদের অবস্থানে অনড় রয়েছে চিন। বরং পাল্টা আমেরিকাকেই দক্ষিণ চিন সাগরে হুমকির মুখে ফেলে দিচ্ছে তারা। ফলে দক্ষিণ চিন সাগরকে কেন্দ্র করে দু’দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। অন্যদিকে ভারতকে এনএসজি গোষ্ঠীর সদস্য হতে দেওয়া নিয়ে আমেরিকা চাপ দিলেও চিন উল্টো সুর গাইছে। ফলে থমকে রয়েছে ভারতের এনএসজিতে প্রবেশ। এ নিয়েও মার্কিন মুলুকের একটা ক্ষোভ রয়েছে। এই অবস্থায় দলাই লামার সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাত আসলে মার্কিন প্রেসিডেন্টের চিনের ওপর পাল্টা চাপ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button