বাগুইআটিতে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম প্রসেনজিৎ দাস। মৃত অবস্থায় ওই যুবককে তাঁর ঘর থেকেই উদ্ধার করে পুলিশ। দেহের পাশে পড়েছিল ধারাল অস্ত্র। যুবকের গলায় আঘাতের চিহ্ন ছিল। গায়ে ছিল সিগারেটের ছ্যাঁকার দাগ। স্থানীয়দের দাবি, ওই যুবকের বাড়ি থেকে বেশ কয়েকজন বহিরাগতকে বেরিয়ে যেতে দেখেন তাঁরা। এদিকে ওই যুবকের মোবাইল ফোন পরীক্ষা করতে গিয়ে পুলিশ দেখে ফোনের যাবতীয় ডাটা উড়িয়ে দেওয়া হয়েছে। কললিস্ট ফাঁকা। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানা ও বিধাননগর পুলিশ কমিশনারেট। বাড়ির লোকজন ও বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ।
Leave a Reply