National
মহিলা পাইলটকে কটূক্তি, সিসিটিভি ধরিয়ে দিল ট্যাক্সিচালককে

গত শুক্রবার রাত ১১টা। তিরুবনন্তপুরম বিমানবন্দরে হোটেলে যাওয়ার জন্য গাড়ির অপেক্ষায় ছিলেন দিল্লির বাসিন্দা এক মহিলা পাইলট। কাজ শেষে হোটেলে ফেরর কথা ছিল তাঁর। সেইমত অপেক্ষা করার সময় তাঁকে লাগাতার এক ব্যক্তি কটূক্তি করতে থাকে বলে অভিযোগ ওই মহিলা পাইলটের। এভাবে কিছুক্ষণ চলার পর ওই মহিলা গিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেন।
ওই মহিলা পুলিশকে জানান যে ব্যক্তি তাঁকে এভাবে কটূক্তি করছিল সে পেশায় একজন ট্যাক্সিচালক। মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পরীক্ষা করে দেখা হয় বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ। আর তাতেই ধরা পড়ে যায় ওই ট্যাক্সিচালক।
পুলিশ জানাচ্ছে, ওই ট্যাক্সিচালককে শনিবার গ্রেফতার করে তারা। তার গাড়িটিও আটক করা হয়েছে। ওই ব্যক্তি তিরুবনন্তপুরমেরই বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)