World

বছরে ৩ মাস সাদা ফেনায় ভরে যায় এ নদীর জল

এমনটা কিন্তু সারাবছর হয়না। বছরে কেবল ৩ মাসের জন্য এ নদীর জলের সিংহভাগ ঢেকে যায় সাদা বরফের মত ফেনার চাদরে।

নদী তার আপন বেগে বয়ে চলে। নদীর ধার ঘেঁষে গড়ে ওঠে শহর, নগর, গ্রাম। নদীর জল পৃথিবীর প্রায় কোণাতেই পবিত্র। এমন এক নদী রয়েছে যে নদীতে আবার আজব কাণ্ড দেখতে পাওয়া যায়। বছরের ৩ মাস প্রতিবছর এই নদীর জল সাদা ফেনায় ঢেকে যায়।

দূর থেকে দেখে মনে হতে পারে সাদা বরফের টুকরোয় ঢাকা পড়েছে নদীটি। এই সাদা ফেনা দেখতে পাওয়া যায় ব্রাজিলে যখন তীব্র গরম পড়ে তখন। জুন, জুলাই ও অগাস্ট, এই ৩ মাস প্রতিবছর এই তিয়েতে নদীর জল ঢেকে যায় সাদা ফেনায়।

এই তিয়েতে নদীর ধারেই রয়েছে ব্রাজিলের অন্যতম বড় শহর সাও পাওলো। ব্রাজিলে গরমের দিনে অনেক জায়গায় খরা পরিস্থিতি সৃষ্টি হয়। তখন গরমে এই তিয়েতে নদীর জলস্তরও নেমে যায়। কমে যায় জল।

নদীর অনেক জায়গায় তলদেশও দেখতে পাওয়া যায়। সেই সময় শহরের দূষিত জল এই নদীর অল্প জলে মিশে একধরনের বিষক্রিয়া সৃষ্টি করে। যা থেকে এই সাদা ফেনা তৈরি হয়।


এই সাদা ফেনা দূর থেকে দেখতে ভাল লাগলেও আদপে এটি ক্ষতিকর। ৩ মাস ধরে এমনটা চলার পর ফের বর্ষা নামলে আবার নদী জলে ভরে ওঠে। ফেনা ক্রমে উধাও হয়ে যায়। জল বাড়ায় দূষিত বিষাক্ত জল ভেসে যেতে পারে স্রোতের সঙ্গে।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button