World

বিছানা থেকে উঠে পা ফেলার অবস্থায় এলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

আইসিইউ থেকে মুক্তি পেয়েছেন। এখনও হাসপাতালেই আছেন। শনিবার তিনি বিছানা থেকে উঠতে পেরেছেন। যদিও তাঁর করোনা নেগেটিভ এখন আসেনি।

করোনা সংক্রমণের জেরে গোটা ব্রিটেন জুড়ে এখন মহাসংকটকাল। হুহু করে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। করোনার থাবা থেকে মুক্তি পায়নি ব্রিটেনের রাজপরিবার। রেহাই পাননি ব্রিটিশ প্রধানমন্ত্রীও।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা পজিটিভ হিসাবে ধরা পরার পর তিনি ছিলেন বাড়িতেই। হোম কোয়ারেন্টিনে। এক সপ্তাহ সেখান থেকেই কাজও চালিয়ে যান। কিন্তু সপ্তাহ ঘোরার পর তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে আইসিইউতে রাখা হয় বরিস জনসনকে।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অবশেষে তিনি আইসিইউ থেকে মুক্তি পেয়েছেন। এখনও হাসপাতালেই আছেন। শনিবার তিনি বিছানা থেকে উঠতে পেরেছেন। যদিও তাঁর করোনা নেগেটিভ এখন আসেনি। তবে তিনি বিছানা থেকে উঠে এদিন সামান্য হেঁটেছেন। দু-চার পা বলাই ভাল। ওটুকুই শক্তি অর্জন করতে পেরেছেন তিনি। তবে তিনি দ্রুত সেরে উঠবেন বলেই আশাবাদী গোটা দেশ।

গত শুক্রবারই বরিস জনসনের বাবা জানিয়েছিলেন হতে পারে তাঁর ছেলে আইসিইউ থেকে বেরিয়ে এসেছেন। কিন্তু তিনি এখনও ঝুঁকিমুক্ত নন। তাঁর বিশ্রামের প্রয়োজন। ব্রিটেনে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৩ হাজার পার করেছে। মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার ছুঁই ছুঁই করছে। সুস্থ হয়ে ফিরেছেন ৩৪৪ জন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *