Sports

পাক ক্রিকেটার কেড়ে নিলেন বিরাট কোহলির সিংহাসন

বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করলেন এক পাকিস্তানি ক্রিকেটার। সাড়ে ৩ বছর ধরে সিংহাসন ধরে রাখার পর অবশেষে তা হারালেন বিরাট।

বিরাট কোহলির জন্য অবশ্যই এটা সুখের খবর নয়। কারণ একটা দীর্ঘ সময়ের পর বিরাট কোহলিকে সিংহাসনচ্যুত করে দিলেন এক পাক ক্রিকেটার।

আইসিসি-র নতুন ক্রমতালিকায় একদিনের ক্রিকেটে ব্যাটসম্যান হিসাবে ১ নম্বর জায়গা ধরে রাখা বিরাট কোহলি এদিন হারালেন তাঁর ১ নম্বর স্থান। সেই স্থানে উঠে এলেন পাক ব্যাটসম্যান বাবর আজম। পাকিস্তান দলের অধিনায়কও বাবর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

দক্ষিণ আফ্রিকাকে একদিনের সিরিজে হারিয়ে দিয়েছে পাকিস্তান। আর সেই জয়ের নেপথ্যে বাবর। দুরন্ত ব্যাটিংয়ের হাত ধরে বাবরের পয়েন্ট আইসিসি নিয়মে হয়েছে ৮৬৫। যেখানে বিরাটের পয়েন্ট ৮৫৭। এর এজন্যই বিরাট নেমে গেছেন দ্বিতীয় স্থানে। প্রায় সাড়ে ৩ বছর ধরে ১ নম্বর জায়গাটা ধরে রেখেছিলেন বিরাট।

Babar Azam
বাবর আজম, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @ICC

এখনও পর্যন্ত পাকিস্তানের মোট ৪ জন ক্রিকেটার আইসিসি-র একদিনের ক্রিকেট ব়্যাঙ্কিংয়ে ব্যাটসম্যান হিসাবে ১ নম্বর জায়গায় পৌঁছতে পেরেছেন।

১৯৮৩-৮৪ সালে জাহির আব্বাস, ১৯৮৮-৮৯ সালে জাভেদ মিয়াঁদাদ এবং ২০০৩ সালে মহম্মদ ইউসুফ এই বিরল কৃতিত্ব অর্জন করেন। তারপর বাবর আজম হলেন পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান যিনি বিশ্বের ১ নম্বর আসনে উঠে এলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More