Sports

দিল্লিতে শুরু, ২০ বছর পর দিল্লিতেই শেষ

ভারতের বাঁ হাতি পেসার আশিস নেহরার সঙ্গে অবশেষে ইতি ঘটছে বাইশ গজের সম্পর্কের। নিজের ক্রিকেট জীবন শুরু করেছিলেন যে মাঠে, দিল্লির সেই ফিরোজ শাহ কোটলাতেই দেশের হয়ে জীবনের শেষ ম্যাচ খলতে চলেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা এই স্পীডস্টার। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে আদৌ তাঁর জায়গা হবে তো? এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেট মহলে।

আশিস নেহরা কিন্তু রয়েছেন তূরীয় মেজাজে। তাঁর মতে, তাঁর এই বর্ণময় ক্রিকেট জীবনে শুধু একটিই আফসোস। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে জোহানসবার্গে বিশ্বকাপ ফাইনাল হেরে যাওয়া। ফেলে আসা সব কিছুর মধ্যে যদি সেই অভিশপ্ত বিকেলটি বদলানো যেত!


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

২০ বছরের কেরিয়ারে অসংখ্য কামব্যাক। চোট বা অপারেশন, কোনও কিছুই রুখতে পারেনি এই পেসারের গতিকে। এতদিন মাঠেই কাটিয়েছেন। সামনে অখণ্ড অবসর। এবার তাহলে কী করবেন বলে ভাবছেন আশিস নেহরা? এ প্রশ্নের কোনও পরিস্কার উত্তর তিনি দেননি। জানিয়েছেন, এখনই তিনি কিছু ভাবেননি অবসর জীবনের প্ল্যানিংয়ের বিষয়ে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *