State

মুর্শিদাবাদ পুরসভাও তৃণমূলের

মঙ্গলবারই মুর্শিদাবাদের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করে ফিরেছেন মুখ্যমন্ত্রী। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই ফের তৃণমূল ম্যাজিকে কুপোকাত অধীরগড়। মুর্শিদাবাদ জেলার ৭টি পুরসভার মধ্যে আগেই ৫টি দখলে নিয়েছে তৃণমূল। এবার মুর্শিদাবাদ পুরসভাও দখলে নিল তারা। কংগ্রেসের দখলে থাকা মুর্শিদাবাদ পুরসভার মোট আসন ১৬টি। যারমধ্যে এতদিন মাত্র ১টি আসন দখলে ছিল তৃণমূলের। বুধবার পুরসভার চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় পুরসভায় তৃণমূলের আসন সংখ্যা একলাফে হয়ে দাঁড়াল ১২। ফলে আস্থা ভোট হলে গোহারা হারতে হবে কংগ্রেসকে। যদিও দলছুটদের নিয়ে আইনি জটিলতার দিক মাথায় রেখেই এদিন তৃণমূল ভবনে কিছুটা সাবধানী দেখিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রয়োজনে ভোটে জেতেও তৃণমূল প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এদিকে মুর্শিদাবাদ হাতছাড়া হওয়ার পর এখন একমাত্র কান্দি পুরসভা কংগ্রেসের দখলে রইল। যদিও রাজ্য রাজনৈতিক মহলে ফিসফাস শুরু হয়ে গেছে। কান্দি দখল নাকি তৃণমূলের শুধু সময়ের অপেক্ষা!


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *