World

কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১৬

কয়লাখনিতে বিস্ফোরণ কেড়ে নিল কমপক্ষে ১৬টি প্রাণ। এরমধ্যে এখনও ৬টি মাত্র দেহ উদ্ধার হয়েছে।

কাবুল : কয়লাখনিতে দুর্ঘটনা নতুন ঘটনা নয়। যেসব দেশে কয়লা উত্তোলন চলে সেখানে এমন ঘটনার খবর পাওয়া যায়। কখনও খনিতে ধস, কখনও খনিতে জল ঢুকে পড়া, কখনও বিস্ফোরণ, এমন নানা কারণে খনি শ্রমিকদের প্রাণ যায়। এমনই একটি ঘটনা ঘটেছে গত মঙ্গলবার দুপুরে। একটি কয়লাখনিতে আচমকা বিস্ফোরণ হয়ে মৃত্যু হয়েছে শ্রমিকদের।

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের দারা-ই-সুফ এলাকায়। এখানেই কয়লাখনিতে তখন কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণ হয়। স্থানীয় প্রশাসনের দাবি, বিস্ফোরণে খনির মধ্যেই থাকা ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়। যারমধ্যে ৬ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি ১০ জনের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়রা অবশ্য তা মানতে নারাজ। তাঁদের দাবি খনিতে তখন ৩০ জন শ্রমিক কাজ করছিলেন।

এই কয়লাখনিতে বিস্ফোরণের জন্য খনি শ্রমিকদের যথেষ্ট সুরক্ষা বন্দোবস্তের ত্রুটিকেই কাঠগড়ায় চাপিয়েছেন এলাকার গভর্নর। তাঁর মতে, খনিতে যথেষ্ট সুরক্ষা বন্দোবস্তের অভাব, অবৈধ খনন এবং প্রয়োজনীয় বন্দোবস্ত না থাকার কারণেই খনিতে এভাবে শ্রমিকদের মৃত্যু হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাতেও উত্তেজনা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *