Sunday , May 27 2018
Aamir Khan

ক্যাটরিনার থেকে লম্বা আমির! সোশ্যাল মিডিয়ায় ঠাট্টার বন্যা

বলিউড বা তাঁর আপামর ভক্তেরা আমির খানকে এখন চেনেন একটাই নামে। তিনি হলেন বি টাউনের ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর ছবি বক্স অফিসের বিচারে হিট হোক বা না হোক, ছবির পা থেকে মাথা পর্যন্ত অবশ্যই হতে হবে একেবারে নিখুঁত। তাই কি এখন নিজের উচ্চতা বাড়াতে উঠে পড়ে লেগেছেন ৫ ফুট ৫ ইঞ্চির আমির খান? উচ্চতায় লম্বা নায়িকাদের পাশে নিজেকে লম্বা দেখাতে কি তবে এবার কঠিন সাধনায় নেমেছেন অভিনেতা? এই সন্দেহের মেঘ এখন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার আনাচেকানাচে।

আমির খানের উচ্চতা নিয়ে হঠাৎ কেন আবার ট্রোল শিকারিরা জেগে উঠলেন এ প্রশ্ন উঠতেই পারে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সেই ছবিতে তাঁর সাথে দেখা যাচ্ছে আমির খান ও ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সানা শেখকে। এই ত্রয়ী তাঁদের আসন্ন ছবি ‘ঠগস অফ হিন্দুস্তান’-এর জন্য এখন অনেকটা সময় একসাথে কাটাচ্ছেন শ্যুটিং ফ্লোরে। শ্যুটিংয়ের এক ফাঁকেই সহশিল্পীদের সঙ্গে ছবিটি তোলেন ক্যাটরিনা। সুন্দর সেই সেলফিটি অসংখ্য অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। কিন্তু গোল বেঁধেছে অন্য জায়গায়। ছবিতে আমির খানের ‘অস্বাভাবিক’ উচ্চতার বিষয়টি নেটিজেনদের শ্যেন দৃষ্টিতে পড়েছে। ক্যাটরিনা কাইফের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ফাতিমাও উচ্চতায় আমিরের থেকে ইঞ্চি খানেক লম্বা! তাহলে কি করে আমিরকে তাঁর ২ নায়িকার থেকে এত লম্বা দেখাচ্ছে? তবে কি কোনও টুল বা চেয়ারের উপর দাঁড়িয়ে সেলফিটি তুলেছেন মিস্টার পারফেকশনিস্ট? এটাই এখন ভাবিয়ে তুলেছে আমিরের ভক্তদের। কেউ কেউ তো আবার ঠাট্টা করে বলেছেন ‘কমপ্ল্যান’ খেয়েই নাকি আমির অনেকটা লম্বা হয়ে গেছেন। কারও আবার টিপ্পনী ‘লগান’-এর ভুবন বোধহয় নিজেকে লম্বা দেখাতে পায়ে ‘হাই হিল’ জুতো পড়েছেন। আবার কেউ প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, তবে কি ছবিটি তোলার সময় ক্যাটরিনা বসে ছিলেন আর আমির খান দাঁড়িয়ে ছিলেন? আমিরকে ঘিরে এসব নানা সন্দেহ, ব্যঙ্গবিদ্রূপ, রঙ্গরসিকতায় আপাতত সরগরম নেটিজেনদের দুনিয়া।

(ছবি – সৌজন্যে – ইন্সটাগ্রাম)About News Desk

Check Also

Aamir Khan

২টি গ্রাম দত্তক নিলেন আমির

মহারাষ্ট্রের দুটি খরা কবলিত গ্রাম দত্তক নিলেন চিত্রতারকা আমির খান। সম্প্রতি মহারাষ্ট্রের খরা পরিস্থিতি পরিদর্শনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *