Entertainment

মুক্তির দিনেই তোপের মুখে আমির খানের লাল সিং চাড্ডা, বয়কটের ডাক

আমির খান অভিনীত বহু প্রতীক্ষিত লাল সিং চাড্ডা রাখির দিন মুক্তি পেল প্রেক্ষাগৃহে। আর প্রথম দিনেই তা পড়ল তোপের মুখে।

হলিউডের বিখ্যাত সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক হল আমির খানের লাল সিং চাড্ডা। যা নিয়ে কম আলোচনা এতদিন হয়নি। আমির খানও এই সিনেমার প্রচারে প্রচুর সময় ব্যয় করেছেন।

‘লাল সিং চাড্ডা’ মুক্তি পাওয়ার আগেই যথেষ্ট আলোচনার মুখ দেখেছে। ফলে তা কেমন হয়েছে তা দেখার জন্য কার্যত মুখিয়ে সিনেমা প্রেমীরা। সেখানেই রাখির দিন যখন সিনেমাটি মুক্তি পেল সেদিনই প্রবল তোপের মুখে পড়ল এই সিনেমা।

বারাণসীর ‘সনাতন রক্ষক সেনা’ নামে একটি সংগঠন বিজয়া মলের সামনে প্রতিবাদে মুখর হয়। বিজয়া মলেই মুক্তি পেয়েছে লাল সিং চাড্ডা। সেখানে সনাতন রক্ষক সেনা সকলকে সিনেমাটি বয়কটের আহ্বান জানায়।

সংগঠনের বক্তব্য, আমির খান এবং তাঁর পরিবার ভারতে থাকতে সুরক্ষিত বোধ করেননা। তাই যদি হয় তাহলে আমিরের সিনেমাও ভারতের বাইরেই মুক্তি পাওয়া উচিত। সাধারণ মানুষের কাছে তারা আহ্বান জানায়, অযথা নিজেদের সময় এবং অর্থ এই সিনেমার পিছনে ব্যয় না করতে।

এই সিনেমা না দেখার জন্য জনে জনে ধরে আবেদন জানায় সংগঠন। এই মর্মে তারা একটি স্মারকলিপিও ভেলুপুরের স্টেশন হাউস অফিসারের কাছে জমা দিয়েছে।

সনাতন রক্ষক সেনা-র তরফে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছেও এই আবেদন পৌঁছেছে। যেখানে তারা উত্তরপ্রদেশে লাল সিং চাড্ডা সিনেমাটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। ফলে শুরুতেই বড় ধাক্কার মুখে পড়ল আমিরের সিনেমা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *