Sports

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল কখন, কোথায়, কাদের মধ্যে? জেনে নিন

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াই শেষ। আর্জেন্টিনা, স্পেন, পর্তুগালের মত দল এই পর্ব থেকেই বিদায় নিয়েছে। সামনে কোয়ার্টার ফাইনালের লড়াই। অর্থাৎ শেষ আটের লড়াই। লড়াই শেষ চারে পৌঁছনোর। বিশ্বকাপের আরও কাছে পৌঁছনোর। এই লড়াইয়ে কে কার সঙ্গে নামবে ফুটবল যুদ্ধে? কোথায়ই বা হবে খেলা? ভারতীয় সময়ে কখনই বা দেখা যাবে সেসব টানটান উত্তেজনার ম্যাচ? একবার দেখে নেওয়া যাক।

কোয়ার্টার ফাইনালের লড়াই হবে ২ দিনে। ৬ ও ৭ জুলাই। আগামী শুক্র ও শনিবার। দিনে থাকছে ২টি করে ম্যাচ। ৬ জুলাই ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায় নিজনি নোভগোরোদের মাঠে মুখোমুখি উরুগুয়ে ও ফ্রান্স। ওদিনই রাত সাড়ে ১১টায় কাজানের মাঠে মুখোমুখি ব্রাজিল ও বেলজিয়াম। ৭ জুলাই শনিবার সন্ধে সাড়ে ৭টায় সামারার মাঠে মুখোমুখি সুইডেন ও ইংল্যান্ড। আর রাত সাড়ে ১১টায় সোচির মাঠে মুখোমুখি রাশিয়া ও ক্রোয়েশিয়া।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এখান থেকে ৪টি দল যাবে ছিটকে। পড়ে থাকবে ৪টি দল। এখন দেখার কোন ৪টি দল সেমিফাইনালে তাদের টিকিট নিশ্চিত করতে সমর্থ হয়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *