Sports

বিশ্বকাপের গ্রুপ লিগ থেকেই ছিটকে গেল মিশর, সৌদি আরব, মরক্কো

বিশ্বকাপ শুরু হয়েছে সবে ৮ দিন হল। তারমধ্যেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া শুরু হয়ে গেল। গ্রুপ এ ও বি-তে ২টি করে ম্যাচ শেষ হওয়ার পর শেষ ষোলোয় পৌঁছনো নিশ্চিত করেছে এ গ্রুপের ২টি দল রাশিয়া ও উরুগুয়ে। ১ ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেল মিশর, সৌদি আরব। ২টি দলই তাদের ২টি করে ম্যাচ হেরেছে। গত বুধবার উরুগুয়ে ১-০-তে হারিয়ে দেয় সৌদি আরবকে। তবে সৌদি এদিন অনেক সুযোগ তৈরি করেছিল।

বি গ্রুপে পর্তুগালের কাছে হেরে শেষ ষোলোয় পৌঁছনোর দৌড় শেষ করল মরক্কো। ২টি খেলে ২টি হারের ফলে তাদের জন্য তৃতীয় ম্যাচটি নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। তবে বি গ্রুপে ২টি করে ম্যাচ খেলে ৪ পয়েন্ট করে সংগ্রহ করে পর্তুগাল ও স্পেন এবং ৩ পয়েন্ট সংগ্রহ করে ইরান এখনও দৌড়ে রয়েছে। গ্রুপ লিগের তৃতীয় ও শেষ ম্যাচের ওপর নির্ভর করছে কোন ২টি দল শেষ ষোলোয় পৌঁছবে। গত বুধবার ইরান স্পেনের কাছে ১-০-তে হেরেছে। কিন্তু তারা তাদের প্রথম ম্যাচে মরক্কোকে হারিয়েছিল।


প্রথম ম্যাচ আইসল্যান্ডের সঙ্গে ড্র করার পর বৃহস্পতিবার মাঠে নামছে মেসির আর্জেন্টিনা। ১টা করে ম্যাচ জিতে থাকা ফ্রান্স ও ডেনমার্কও এদিন শেষ ষোলো নিশ্চিত করতে চাইবে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button