National

আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী দিন শুরু করলেন দেরাদুনে

উত্তরাখণ্ডের দেরাদুনের ফরেস্ট রিসার্চ ইন্সটিটিউটের সুবিশাল প্রাঙ্গণে প্রায় ৬০ হাজার মানুষের উপস্থিতিতে বিশ্ব যোগ দিবসের সকালটা শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। এদিন সকলের সঙ্গে যোগাসন করতে দেখা যায় প্রধানমন্ত্রী ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে। চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবসের সকালে প্রধানমন্ত্রী এদিন দেরাদুনে বক্তব্য রাখতে গিয়ে বলেন, যোগ সমাজ ও দেশকে একযোগ হতে সাহায্য করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক যোগ দিবস সারা বিশ্বে পালিত হচ্ছে। টোকিও থেকে টরেন্টো, স্টকহোম থেকে সাও পাওলো, যোগের সদর্থক ফল লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করেছে।

২১ জুন তারিখটি উত্তর গোলার্ধের সবচেয়ে বড়দিন বলে পরিচিত। সেকথা মাথায় রেখে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর রাষ্ট্রপুঞ্জে প্রথম ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনে বিশ্ব জুড়ে যোগ দিবস পালনের আর্জি জানান। খুব কম সময়ের মধ্যেই রাষ্ট্রপুঞ্জের অধিকাংশ সদস্যের সবুজ সংকেত পায় এই আর্জি। ২০১৫ সাল থেকে ২১ জুন তারিখটি বিশ্ব যোগ দিবসের তকমা পায়। এবার ছিল তারই চতুর্থ বছর।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

এদিন সকাল থেকেই দেশ জুড়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। বিশ্ববাসীকে ভারতের এই মহান দান সম্বন্ধে জানান অনেকে। বিজেপি নেতা মন্ত্রীদের প্রায় সকলকেই তাঁদের নিজেদের জায়গায় যোগ দিবস পালন করতে দেখা গেছে। যোগ দিবসে এদিন রাজস্থানের কোটায় উপস্থিত ছিলেন বাবা রামদেব।

কলকাতা সহ রাজ্যে দিনটি উৎসাহের সঙ্গে পালিত হয়। কলকাতা ময়দানে বিশেষ অনুষ্ঠান ছিল। এছাড়াও বিভিন্ন জায়গায় অনেক সংগঠনের তরফে যোগ দিবসের আয়োজন করা হয়। যোগাসনে সামিল হন বিভিন্ন বয়সের মানুষ।

(প্রধানমন্ত্রীর ছবি – সৌজন্যে – ট্যুইটার – নরেন্দ্র মোদী)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *