State

প্রেমিকা কার? প্রেমিকে প্রেমিকে বচসা, গুলি!

যাকে বলে এক ফুল দো মালি! প্রেমিকা কার তা নিয়ে ২ প্রেমিকের মধ্যে টানাপোড়ন, ঝগড়া। এই পর্যন্ত ঠিক ছিল। তারপর কিনা চলল গুলি! এই ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপুরের মাধাইপুরে তুলকালাম। সূত্রের খবর, মাধাইপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে স্থানীয় যুবক রামেশ্বর মণ্ডলের। আবার ওই তরুণীর সঙ্গে পাণ্ডবেশ্বরের বাসিন্দা পবন সিং নামে এক যুবকেরও প্রেমের সম্পর্ক রয়েছে। অভিযোগ রামেশ্বর গত শনিবার সন্ধেয় প্রেমিকার বাড়িতে এসেছিল দেখা করতে। ঠিক সেই সময়েই আবার প্রেমিকার সঙ্গে দেখা করতে সেখানে হাজির হয় পবন সিং। কিন্তু সেখানে প্রেমিকার অন্য প্রেমিককে দেখে মাথায় আগুন জ্বলে যায় পবনের। অন্যদিকে তাকে দেখে রামেশ্বরের মাথায়ও তখন আগুন জ্বলছে। প্রেমিকা কার তা নিয়ে দুজনের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়। তারপর শুরু হয় হাতাহাতি।

অভিযোগ হাতাহাতির মাঝেই আচমকা পকেট থেকে বন্দুক বার করে রামেশ্বরকে লক্ষ্য করে গুলি চালায় পবন সিং। কিন্তু ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গুলি চালানোর পর সেখান থেকে চম্পট দেয় পবন সিং। পরে তদন্তে নেমে ফরিদপুর থানার পুলিশ পবনকে গ্রেফতার করে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *