
ছেলেকে বেআইনিভাবে অপসারণ করা হয়েছিল। তাই তার প্রতিকার চাই। এই দাবিতে এদিন কার্যত একপ্রস্থ নাটক হল বিশ্বভারতীতে। তৃণমূল সাংসদ অনুপম হাজরাকে বিশ্বভারতীর অধ্যাপক পদে থেকে বেআইনিভাবে সরানো হয়েছিল। এই অভিযোগে এদিন আচমকাই উপাচার্যের ঘরের সামনে এসে শুয়ে পড়েন তাঁর বাবা। শুয়ে শুয়েই ছেলের বিরুদ্ধে অন্যায় হয়েছে বলে দাবি করে এর প্রতিকার চান। সঙ্গে ছিলেন অনুপম হাজরাও। এমন এক কাণ্ডে বিশ্বভারতীতে রীতিমত হট্টগোল পড়ে যায়। পরে যদিও অবস্থান তুলে নেন তিনি।