World

স্ত্রী ও অধ্যাপককে খুন করে আত্মঘাতী বাঙালি ছাত্র

Mainak Sarkarএক অধ্যাপককে গুলিতে ঝাঁঝরা করে আত্মঘাতী হলেন খড়গপুর আইআইটির প্রাক্তনী মৈনাক সরকার। উইলিয়াম ক্লুগ নামে ওই অধ্যাপকের তত্ত্বাবধানেই পিএইচডি করছিলেন মৈনাক। ঘটনাটি ঘটেছে লস এঙ্গেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে। পুলিশের দাবি শুধু ওই অধ্যাপকই নন, তাকে হত্যা করার আগে নিজের স্ত্রীকেও হত্যা করেন মৈনাক। মিনসোটার বাড়িতে স্ত্রী অ্যাশলে হ্যাসটিকে হত্যা করার পর দীর্ঘ পথ অতিক্রম করে মৈনাক হাজির হন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তাঁর সঙ্গে ছিল একটি বন্দুক ও কয়েকটি ম্যাগাজিন। পুলিশ জানিয়েছে, ঢুকেই এক অধ্যাপকের খোঁজ করেন মৈনাক। কিন্তু তাঁকে খুঁজে না পেয়ে উইলিয়ামের ঘরে যান তিনি। তারপর তাকে পরপর গুলিতে ঝাঁঝরা করে দেন। তাঁর গবেষণাপত্র উইলিয়াম তাঁর কম্পিউটার থেকে চুরি করে অন্য কাউকে দিয়ে দিয়েছে বলে আগেই অভিযোগ করেছিলেন মৈনাক। এ নিয়ে উইলিয়ামের ওপর তাঁর ক্ষোভ ছিল। কিন্তু কেন তিনি তাঁর স্ত্রীকেও খুন করলেন তা নিয়ে এখনও ধন্ধে পুলিশ। মৈনাকের বাড়ি থেকে একটি নামের তালিকা উদ্ধার করেছে পুলিশ। সেখানে উইলিয়াম ও এক মহিলার উল্লেখ আছে। আরও কেউ তার খতম তালিকায় ছিলেন কিনা তা নিয়েও পরিস্কার হতে পারছে না পুলিশ।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *