State

ইছাপুরে মধ্যরাতে দুষ্কৃতি তাণ্ডব

হাওড়ার জগাছার ইছাপুরে একটি পাড়ায় শনিবার মধ্যরাতে চলছিল কালীপুজো। ফলে এলাকার মানুষের যথেষ্ট ভিড় ছিল। অভিযোগ সেই সময়ে বেশ কয়েকজন যুবক জোর করে ভিড়ের মধ্যে বাইক নিয়ে ঢুকে পড়ে। বাসিন্দারা রুখে দাঁড়ান। শুরু হয় বচসা।

প্রবল প্রতিরোধের মুখে তখনকার মত এলাকা ছেড়ে চলে যায় ওই যুবকরা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফিরে আসে। সঙ্গে তখন আরও অনেক যুবক। অভিযোগ দলবল নিয়ে এসে তারা চড়াও হয় এলাকার বাসিন্দাদের ওপর।

ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের অনেককে মারধর করে দুষ্কৃতিরা এলাকা ছেড়ে চম্পট দেয়। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে এমন ঘটনায় রবিবারও এলাকা থমথমে। রয়েছে চাপা উত্তেজনা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button