National
মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ড, বন্ধ কেদারনাথ যাত্রা
প্রাকৃতিক দুর্যোগ পিছু ছাড়ছে না উত্তরাখণ্ডের। ভয়ংকর দাবানলের পর এবার মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরাখণ্ডের জনজীবন। ইতিমধ্যেই একজনের মৃত্যু হয়েছে। বহু মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হয়েছেন। অনেক জায়গায় ধস নামায় অবস্থা আৰও ভয়ংকর আকার ধারণ করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে কেদারনাথ যাত্রা। গত শনিবার উত্তরাখণ্ডের তেহরি জেলার ঘনশালি এলাকায় আচমকাই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টিতে পাহাড়ি এলাকায় জলের তোড় ছিল প্রবল। সেই তোড়েই ভেসে যায় স্বর্ণ রনশাল গ্রামের ১৫ বছরের কিশোর বিপুল। মৃত্যু হয় তার। এদিকে আবহাওয়ার এই অবস্থায় স্তব্ধ চার ধাম যাত্রা। কেদারনাথের পথে বহু পুণ্যার্থীরা বিভিন্ন জায়গায় আটকে আছেন। আগামী ২৪ ঘণ্টা প্রবল বৃষ্টি চলবে। তারপর আস্তে আস্তে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।