State

নদীর বুকে মাছের রহস্যমৃত্যু, বিষ দেওয়া মাছ খেলেন আমজনতা

ফের মাছের রহস্যমৃত্যু জলপাইগুড়িতে। করলার পর এবার তিস্তা। নদীর তলদেশ ছেড়ে ঝাঁকে ঝাঁকে মাছ ভেসে উঠল তিস্তার বুকে। সেই মাছ আবার তড়িঘড়ি চালানও হয়ে গেল বাজারে। ক্রেতারা জানতেও পারলেন না সেই মাছ কিনে কত বড় বিপদ ডেকে আনলেন নিজেদের। কারণ মাছগুলিকে আসলে মারা হয়েছে বিষ দিয়ে। সেই বিষাক্ত মাছ তারিয়ে তারিয়ে খেলেন সাধারণ মানুষ।

গত মঙ্গলবার বিষ দিয়ে মাছ মারার ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে জলপাইগুড়ির মৎস্য দপ্তর। অথচ বিষ দিয়ে মাছ মারার ঘটনা জানাজানি হয়েছে গত সোমবারই। স্থানীয় মৎস্যজীবীদের দাবি, গত রবিবার রাতের অন্ধকারে কেউ বিষ ঢেলে দিয়েছিল জলপাইগুড়ির মঙ্গলঘাটে তিস্তার জলে। সোমবার সকাল হতেই দেখা যায় দেদার মরা মাছ ভেসে উঠেছে নদীর জলে। আসলে যত মাছ তত বিক্রি। আর ততটাই লাভ। ঘটনার পিছনে তাই একশ্রেণীর অসাধু ব্যবসায়ীর হাত আছে বলে দাবি স্থানীয়দের। কে বা কারা এইধরনের অসাধু কাজের পিছনে রয়েছে তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *