Kolkata
পরপর ৪টি গাড়িতে ধাক্কা বাসের, আহত ২

নিয়ন্ত্রণ হারিয়ে বাস গিয়ে ধাক্কা মারল গাড়িতে। ১টা বা ২টো নয়। পরপর ৪টি গাড়িতে। সাতসকালে উন্মত্ত বাসের এহেন আক্রমণে আতঙ্ক ছড়ায় চিনার পার্ক এলাকায়। বুধবার সকালে ধর্মতলা-রাজারহাট রুটের বাসটি ধাক্কা মারে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ১টি প্রাইভেট গাড়িতে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এরপর আরও ৩টি গাড়িতে ধাক্কা মারে ২১১ নম্বর রুটের বাসটি। বাসের ধাক্কায় আহত হয়েছেন প্রাইভেট গাড়ির পিছনের আসনে বসা ২ ব্যক্তি।
ঘটনার জেরে বেশ কিছুক্ষণের জন্য রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। বাসের চালক কি অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তা খতিয়ে দেখছে পুলিশ।