ঘটনার রাতে মদ্যপ ছিল সে। তার সঙ্গীরাও মদ্যপ অবস্থায় ছিল। পুলিশের জেরার মুখে একথা স্বীকার করে নিল ডায়মন্ডহারবারে কলেজ ছাত্রকে পিটিয়ে খুনে মূল অভিযুক্ত তৃণমূল নেতা তাপস মল্লিক। পুলিশ সূত্রের খবর, তাপস মল্লিককে দফায় দফায় জেরা করা হলেও তার বয়ানের সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলছে না। কার্যত তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা করছে সে। এদিকে এই ঘটনার তদন্ত সিআইডির হাতে যাওয়ার পর শনিবার দিনভরই বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন সিআইডি আধিকারিকরা। চলেছে জিজ্ঞাসাবাদ। কখনও থানায় হাজির হয়েছেন তাঁরা। কখনও গেছেন নিহত কৌশিক পুরকাইতের গ্রামে। কথা বলেছেন তার বাবা-মায়ের সঙ্গে। কখনও বা তাঁরা কথা বলেছেন বাহাদুরপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে। এদিকে যে ১০ জনের বিরুদ্ধে এই ঘটনায় এফআইআর দায়ের হয়েছে তাদের মধ্যে ২ জনকে গ্রেফতার করা গেলেও এখনও অধরা ৮ জন। শুক্রবার কুলপিতে তাদের খোঁজে তল্লাশি চালালেও তাদের ধরা যায়নি। পুলিশের অনুমান যে পুলিশ আসছে খবর পেয়েই সেখান থেকে চম্পট দেয় তারা।
Read Next
State
September 12, 2024
ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ ৬ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
September 14, 2024
নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি, কতদিন চলবে এই পরিস্থিতি, জানাল হাওয়া অফিস
September 12, 2024
ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ ৬ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস
September 7, 2024
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসবে, কলকাতায় কেমন বৃষ্টি
August 28, 2024
বিজেপির বন্ধে মুখোমুখি অর্জুন শ্যাম, জেলায় বিক্ষিপ্ত অশান্তি, তুলনায় শান্ত কলকাতা
Related Articles
Leave a Reply