শনিবারও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। শুক্রবার রাতের ভাল বৃষ্টির শীতল প্রভাবে রাতটুকু ভাল কাটলেও, শনিবার সকাল থেকে যে কে সেই। প্রবল গরম আর চ্যাটচ্যাটে ঘামের অস্বস্তির চোটে নাজেহাল শহরবাসী। কে বলবে আগের দিন রাতে অমন একটা প্রাণ জুড়নো বৃষ্টিতে ধুয়ে গেছে তিলোত্তমা। আবহাওয়া দফতর জানিয়েছে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির জেরে অস্বস্তি বাড়বে। বৃষ্টি হলেই যে অস্বস্তি থেকে রেহাই মিলবে তাও নয়। তবে বৃষ্টি সাময়িক স্বস্তি দেবে বৈকি। অস্বস্তির আবহাওয়ার পাশাপাশি এদিন সকাল থেকেই শহরের আকাশে চলেছে মেঘরোদের লুকোচুরি। ফলে শনিবাসরীয় রাতে একটা মন ভাল করা বৃষ্টির প্রত্যাশায় প্রহর গুনছেন শহরবাসী। এবার ভাল বর্ষার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। আর তা যে খুব একটা ভুল খবর নয় তার জানান দিচ্ছে মেঘের আনাগোনা। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ৩-৪ দিনের মধ্যেই আন্দামানে ঢুকে পড়ছে বর্ষা। আর কেরালায় মৌসুমী বায়ুর প্রবেশ করছে ৩০ মে। ফলে রাজ্যে বর্ষা ৮ জুনের আগেই ঢুকে পরতে পারে বলে মনে করছেন আবহবিদেরা।