State

মদ্যপ অবস্থায় মাকে গুলি করে হত্যা করল ছেলে

মদ্যপ অবস্থায় প্রায়ই বাড়ি ফিরত ছেলে। যা একেবারেই পছন্দ করতেন না মা জ্যোৎস্না তিওয়ারি। কিন্তু মায়ের বারণে কান না দিয়ে গত বৃহস্পতিবার রাতেও মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে ছেলে রাজু তিওয়ারি। তখন রাত প্রায় সাড়ে ১১টা। গভীর রাতে ছেলের ডাকাডাকি সত্ত্বেও দরজা খুলতে চাননি মা। সাফ জানিয়ে দেন মদ্যপান করে বাড়ি ফিরলে বাড়ির বাইরেই রাত কাটাতে হবে তাকে। তাতেই তেলেবেগুনে জ্বলে ওঠে ছেলে।

অভিযোগ জোর করে বাড়িতে ঢুকে মাকে লক্ষ্য করে গুলি চালায় রাজু। গুলি লাগে মায়ের বুকের বাঁদিকে। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। বেগতিক বুঝে এলাকা ছেড়ে চম্পট দেয় রাজু তিওয়ারি। আশঙ্কাজনক অবস্থায় জ্যোৎস্না তিওয়ারিকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

পুলিশ পলাতক রাজু তিওয়ারির খোঁজ শুরু করে। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার কানাবাড়ি এলাকায়। কোথা থেকে রাজুর হাতে বন্দুক এল তাও খতিয়ে দেখছে পুলিশ।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *