পুরপ্রধান হত্যাকাণ্ডে অভিযুক্ত রাজু সাউ দ্রুত গ্রেফতার হবে, আশ্বস্ত করলেন পুলিশ কমিশনার

ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় হত্যাকাণ্ডে ৭ জনকে গত মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। তাদের বেনারস থেকে গ্রেফতার করা হয়। সেখানে একটি লজে লুকিয়ে থাকার সময় তাদের পাকড়াও করে পুলিশ। বুধবার তাদের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হল হুগলিতে। সেখানে আদালতে পেশ করার আগে চুঁচুড়া পুলিশ স্টেশনে তাদের রাখা হয়।
পরে চন্দননগর কমিশনারেটের পুলিশ কমিশনার অজয় কুমার জানান, চন্দননগর কমিশনারেটের এডিসিপিও-র নেতৃত্বে একটি পুলিশ বাহিনী বেনারস রওনা হয়। মোবাইল টাওয়ার সহ বিভিন্ন সূত্র মারফত খবর পেয়ে ৭ জনকে ধাওয়া করা হয়। ধৃত ৭ জন পাটনা হয়ে বেনারস পালায়। সেখানে তাদের ধরতে সাহায্য নেওয়া হয় উত্তরপ্রদেশ পুলিশের। তারপর চারদিক থেকে ঘিরেই তাদের গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত রাজু সাউ এখনও পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে বলে জানান অজয় কুমার। দ্রুত তাকে গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি জানিয়ে দিয়েছেন তদন্তে আরও যদি কারও নাম উঠে আসে তাহলে তাকেও গ্রেফতার করবে পুলিশ।