World

তিনি লস্করের বড় সমর্থক, হাফিজেরও, খোলাখুলি জানালেন মুশারফ

সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবা-র তিনি বড় সমর্থক। লস্করও তাঁকে একইভাবে পছন্দ করে। নিজে মুখেই সে কথা সদর্পে ঘোষণা করলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ। এমন খোলাখুলি একটি সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের কথা জানানোর পর এখন দু দেশেরই খবরের শিরোনামে মুশারফ। তিনি আরও জানিয়েছেন, মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদেরও তিনি ভক্ত। হাফিজের সন্ত্রাসবাদী সংগঠন জামাত-উদ-দাওয়ারও তিনি সমর্থক। এমনকি কাশ্মীরে ভারতীয় সেনার বিরুদ্ধে লড়াইয়ে লস্করকে সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসাবে সার্টিফিকেট দিতেও এতটুকু কুণ্ঠাবোধ করেননি পারভেজ।

প্রসঙ্গত হাফিজ গত জানুয়ারি থেকে গৃহবন্দি অবস্থায় থাকলেও তাকে সম্প্রতি মুক্তি দিয়েছে পাক আদালত। ছাড়া পাওয়ার পরই ভারতের বিরুদ্ধে মুখ খুলেছে হাফিজ। অন্যদিকে হাফিজ রাষ্ট্রপুঞ্জের কাছে চিঠি দিয়ে আবেদন করেছে তার উপর থেকে সন্ত্রাসবাদী তকমা সরিয়ে নিক রাষ্ট্রপুঞ্জ। প্রসঙ্গত রাষ্ট্রপুঞ্জ হাফিজ সঈদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। এদিকে কেন পারভেজ মুশারফ এভাবে সন্ত্রাসবাদী সংগঠন বা সন্ত্রাসবাদী হাফিজের পাশে থাকা নিয়ে খোলাখুলি বার্তা দিলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কী এর পিছনে কোনও অন্য উদ্দেশ্য কাজ করছে?


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, পাকিস্তানে দেশদ্রোহিতার অভিযোগে পারভেজের বিরুদ্ধে মামলা চলছে। দীর্ঘদিন আদালতের নির্দেশে তাঁকে গৃহবন্দি করে রাখা হয়। এই অবস্থায় পাকিস্তান সরকারকে পাল্টা প্যাঁচে ফেলতেই পারভেজ এভাবে খোলাখুলি সন্ত্রাসবাদীদের পাশে। সেইসঙ্গে তিনি যে চিরকাল সন্ত্রাসবাদের পাশেই ছিলেন তাও এদিন তাঁর কথা থেকেই পরিস্কার।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *