State

সমুদ্রে বেপাত্তা ধূপগুড়ির যুবক


জলপাইগুড়ির ধূপগুড়ি। এখানেই থাকতেন রাহুল হুসেন। সম্প্রতি স্থানীয় ৪ বন্ধু মিলে ঠিক করেন দুবাইতে চাকরি করতে যাবেন। সেইমত ব্যবস্থা করে দুবাই পাড়ি দেন ৪ জন। দুবাইতে মাছ ধরার কাজ করতেন ৪ জনই। কাজের ফাঁকে নিয়মিত ধূপগুড়িতে পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন তাঁরা। গত শুক্রবার রাহুলের বন্ধুরা তাঁর বাড়িতে জানান যে নৌকা নিয়ে তাঁরা সমুদ্রে মাছ ধরছিলেন সেই নৌকাটি একটি জাহাজের সঙ্গে মাঝ সমুদ্রে ধাক্কা খায়।


দুর্ঘটনায় নৌকা থেকে টাল সামলাতে না পেরে সমুদ্রে পড়ে যান সকলেই। পরে তাঁদের সকলকে উদ্ধার করা হলেও রাহুলকে পাওয়া যায়নি। রাহুলের খোঁজে তল্লাশি চলছে বলেও জানান তারা। এরপরই এদিন জেলাশাসকের দ্বারস্থ হয় রাহুল হুসেনের পরিবার। তাঁর খোঁজ যেন দ্রুত করা হয় তার বন্দোবস্ত নিশ্চিত করতে আবেদন জানিয়েছে চরম উদ্বিগ্ন পরিবার।





Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *