State

সঙ্গিনীর দখল রাখার লড়াই, মৃত কমবয়সী গণ্ডার

সবকিছুর ভাগ দেওয়া যায়। কিন্তু ভালবাসার মানুষকে ভাগ করে নেওয়া যায়না। প্রেমিকাকে দখলে রাখার লড়াইয়ে তাই প্রাণ হারাতে হল অপ্রাপ্তবয়স্ক এক গণ্ডারকে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গরুমারা অভয়ারণ্যের ধূপজোড়া বিটের ১ নম্বর কম্পার্টমেন্টের কাছে। অভয়ারণ্যের অন্যতম শক্তিশালী প্রাপ্তবয়স্ক গণ্ডারের নাম খাঁড়া শিং। যেমন তার নাম, তেমনই তার স্বভাব। তার দাপটে এলাকার অন্য গণ্ডাররা রীতিমত আতঙ্কে থাকে।

সূত্রের খবর, গত বৃহস্পতিবার সকালে সেই খাঁড়ার নাকের ডগা দিয়ে তার প্রেমিকার সঙ্গে মিলিত হতে যায় অন্য একটি নাবালক গণ্ডার। ব্যাস, আর যায় কোথায়! খাঁড়া তার শৃঙ্গ উঁচিয়ে ছুটে আসে। শুরু হয় মার। খাঁড়ার প্রবল আক্রোশে ক্ষতবিক্ষত হয়ে যায় অল্পবয়স্ক গণ্ডারটি। খাঁড়ার গায়ের জোরের সঙ্গে এঁটেই উঠতে পারেনি সে। গুরুতর আহত গণ্ডারটিকে উদ্ধার করার সময় দেয়নি খাঁড়া। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপ্রাপ্তবয়স্ক গণ্ডারটির। খাঁড়ার এই আচরণ বনদফতরের কর্মীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। প্রজননের সময় সঙ্গিনীর দখলকে কেন্দ্র করে পুরুষ প্রাণিদের নিজেদের মধ্যে লড়াইয়ের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু জঙ্গলে এইভাবে খাঁড়া একা দাপট চালিয়ে গেলে অন্য গণ্ডারদের কিভাবে রক্ষা করা যাবে সেই বিষয়েই উদ্বিগ্ন তাঁরা।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *