পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে খুন করে আত্মঘাতী হলেন এক প্রৌঢ়। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের দাসপাড়ায়।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন পেলু দাস। পারিবারিক অশান্তিও ছিল নিত্যদিনের ঘটনা। গত রবিবার স্ত্রী শেফালী দাসকে নিয়ে বাড়ি সংলগ্ন বাগানে যান তিনি। অভিযোগ সেখানেই স্ত্রীকে হত্যা করেন পেলু দাস। তারপর নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। সোমবার গাছের ডাল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। দেহ দুটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পেলু দাসের দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।