Kolkata

মৌলালিতে গ্রফতার ৪ দুষ্কৃতী


Kolkata Newsমৌলালির রামলীলা ময়দান থেকে ৪ দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। তাদের কাছ থেকে ২ টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ডাকাতির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে মনে করছে পুলিশ।


পাশাপাশি রবিবার ওই এলাকায় বাপ্পাদিত্য নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। সেই ঘটনার সঙ্গে ধৃত মহম্মদ শাকিল, ক্যাপ্টেন, মন্টু ও রূপকের কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।


গোপন সূত্রে খবর পেয়ে এই চার দুষ্কৃতীকে গ্রেফতার করার পর তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কেউ তাদের সঙ্গে রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ।




Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *