State

কালিম্পং থানা লক্ষ্য করে গ্রেনেড হামলা, মৃত ১ সিভিক ভলান্টিয়ার

শুক্রবার মাঝরাতে প্রচণ্ড আওয়াজে কেঁপে উঠেছিল ঘুমন্ত দার্জিলিং। আইইডি বিস্ফোরণে ফুটো হয়ে গিয়েছিল চকবাজারের দোকানের শাটার, ভেঙে গিয়েছিল আশপাশের বাড়ির জানালার কাচ, রাস্তায় তৈরি হয়েছিল খোঁদল। সেই বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই এবার গ্রেনেড হামলা হল কালিম্পং থানায়।

শনিবার রাত সাড়ে ১০টা নাগাদ কালিম্পং থানা লক্ষ্য করে গ্রেনেড হামলা চালায় কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি। হ্যান্ড গ্রেনেড ছোঁড়া হয় থানা লক্ষ্য করে। হামলায় উড়ে যায় থানার ছাদের একাংশ, ভেঙে যায় জানালার কাচ। সেই সময় থানার সামনে কর্তব্যরত ছিলেন সিভিক ভলান্টিয়ার রাকেশ রাউত। গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। আহত আরও ৩ কর্তব্যরত পুলিশকর্মী। তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

অন্যদিকে শুক্রবার মাঝরাতে দার্জিলিংয়ে আইইডি বিস্ফোরণের ঘটনায় বিমল গুরুং সহ ৩ মোর্চা নেতার বিরুদ্ধে ইউএপিএ-তে এফআইআর দায়ের করা হয়েছে।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *