State

পুলিশের গাড়িতে রং, বেদম মার বাবাকে


দোলের সকালে রং খেলতে গিয়ে বছর আষ্টেকের শিশুর ছোঁড়া রং ছিটিয়ে লাগে পুলিশের গাড়িতে। অভিযোগ এই অপরাধে ওই শিশুর বাবাকে বেদম প্রহার করে পুলিশ। তাঁকে থানাতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে আর একপ্রস্ত পুলিশের মারের শিকার হন পেশায় চাকদহ চন্দ্রকিশোর বিদ্যাপীঠের শিক্ষক ওই ব্যক্তি। সব কিছুই ঘটে ওই শিশুটির সামনে। বাবাকে এভাবে মার খেতে দেখে শিশুটি মানসিক দিক থেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এদিন সকালে পার্কে ছেলের সঙ্গে রং খেলার  সময় ছেলের ছোঁড়া রং গিয়ে লাগে পাশ দিয়ে যাওয়া একটি পুলিশের গাড়িতে। গাড়ি থেকে নেমে আসেন কল্যাণী থানার এএসআই। শিশুটিকে মারধর করা সম্ভব নয়। তাই তার বাবকেই মারতে শুরু করেন তিনি। পুলিশের গাড়িতে রং ছেটানোর অভিযোগে তাঁকে থানাতেও নিয়ে যাওয়া হয়। প্রহৃতের অভিযোগ শুধু যথেচ্ছ মার নয়, সঙ্গে চলে অকথ্য গালিগালাজ।  পরে কল্যাণী থানার আইসির হস্তক্ষেপে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই।






Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *