Entertainment

গাড়ি দুর্ঘটনায় মৃত দোহার কালিকাপ্রসাদ, শোকস্তব্ধ শিল্পীমহল

সিউড়ির একটি স্কুলে অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই যোগ দিতে যাচ্ছিলেন লোকশিল্পী তথা দোহার ব্যান্ডের জন্মদাতা কালিকাপ্রসাদ ভট্টাচার্য। এক গাড়িতেই তাঁর সঙ্গে ছিলেন দোহারের বাকি সদস্যরাও। মঙ্গলবার সকালে হুগলির গুড়াপের কাছে হাইওয়ের ওপর তাঁদের গাড়ি টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি প্রথমে রাস্তার ধারে একটি কালভার্টে ধাক্কা খায়। তারপর উল্টে যায় রাস্তার পাশের নয়ানজুলিতে। গুরুতর আহত হন কালিকাপ্রসাদ সহ সকলেই। দ্রুত তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কালিকাপ্রসাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। গাড়ির চালক সহ আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য ৩ জনও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

বাংলার লোকগান নিয়ে নিরন্তর গবেষণা করে গেছেন কালিকাপ্রসাদ। গড়েছিলেন নিজের একটি দল দোহার। আত্মপ্রকাশেই পল্লিগীতির সুরে মানুষের মন জয় করে নেয় দোহার। শিলচরের ছেলে কালিকাপ্রসাদ পারিবারিক সূত্রেই পেয়েছিলেন গান নিয়ে চর্চার পরিবেশ। পরবর্তীকালে স্কুলে বাংলা শিক্ষক হিসাবে কাজ করতেন। নিরলসভাবে লোকগান নিয়ে কাজ করেছেন বছরের পর বছর। বাংলা লোকগান নিয়ে কথা উঠলে কালিকাপ্রসাদের নাম হাতে গোনা কয়েকজনের মধ্যে উঠে আসত। কাজ করছিলেন মুম্বইয়ের সুরকারদের সঙ্গেও।


পড়ুন আকর্ষণীয় খবর, ডাউনলোড নীলকণ্ঠ.in অ্যাপ

বাংলা লোকগান গাওয়াতেই তিনি পারদর্শী ছিলেন না, দক্ষতা ছিল বাংলা লোকগানের আদি ইতিহাসের ওপরও। মানুষ হিসাবেও কালিকাপ্রসাদ ছিলেন বিনয়ী, মিশুকে। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে সকাল থেকেই শোকস্তব্ধ বাংলার শিল্পীমহল। অনেকেই কথা বলার ভাষা হারিয়েছেন। তাঁর এভাবে চলে যাওয়া বাংলা লোকগানের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *