National

দিল্লিকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিলেন অরবিন্দ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কলকাতাকে লন্ডন বানাবেন তিনি। বহু জায়গায় সেকথা বারবার প্রতিশ্রুতির সুরেই বলেছেন তিনি। তবে এখনও সে স্বপ্ন স্বপ্নই থেকে গেছে। এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সুরেই সুর মেলালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিকে লন্ডন বানানোর প্রতিশ্রুতি দিয়ে বসলেন তিনি। সামনে দিল্লিতে পুর নির্বাচন। সেখানে আম আদমি পার্টিকে ক্ষমতায় আনতে দিল্লিকে এক বছরের মধ্যে লন্ডন বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি এদিন জনসভায় দাঁড়িয়েই দিয়েছেন অরবিন্দ। এতে কেউ মুখ টিপে হেসেছেন, কেউ ভরসা করেছেন আবার কেউ কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে টুকলি করার অভিযোগ করেছেন আড়ালে। দিল্লিতে সবচেয়ে বড় তিনটি সমস্যা স্বাস্থ্য, দূষণ ও মাত্রাছাড়া যানবাহনের চাপ। এই ত্রিফলা থেকে দিল্লিবাসীকে মুক্ত করে দিল্লিকে আপ সুপ্রিমো ভোটে জিতলে লন্ডন বানাতে পারেন কিনা সেদিকেই শ্যেন দৃষ্টিতে চেয়ে থাকবেন বিরোধীরা।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *