State

৩ লস্কর জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বনগাঁ আদালত

মহম্মদ ইউনিস, আবদুল্লা ও মুজফ্ফর আহমেদ নামে ৩ লস্কর জঙ্গিকে মৃত্যুদণ্ড দিল বনগাঁ আদালত। দেশদ্রোহিতার অপরাধে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে জানিয়েছেন অভিযুক্তদের আইনজীবী।

গত ২০০৭ সালে পেট্রাপোল সীমান্তে ৪ সন্দেহভাজনকে পাকড়াও করে বিএসএফ। করাচি থেকে বিমানে ঢাকা। তারপর সড়কপথে পেট্রাপোল সীমান্ত হয়ে ভারতের ঢোকার চেষ্টা করছিল তারা। তদন্তে নেমে জানা যায় এদের মধ্যে ২ জন পাকিস্তানি নাগরিক। বাকি ২ জন ভারতীয়।


আকর্ষণীয় খবর পড়তে ডাউনলোড করুন নীলকণ্ঠ.in অ্যাপ

একজন কাশ্মীর ও অন্যজন মহারাষ্ট্রের বাসিন্দা। এরা প্রত্যেকেই লস্কর-ই-তৈবার সদস্য। পাকিস্তানে লস্করের ট্রেনিং ক্যাম্পে তাদের ট্রেনিংও দেওয়া হয়েছিল। ভারতে বড় ধরণের আঘাত হানার ছক কষেই তারা দেশে প্রবেশ করার চেষ্টা করছিল।

এদিকে মুম্বই নিয়ে যাওয়ার পথে ধৃত শেখ শামিম ট্রেন থেকেই পালিয়ে যায়। বাকি ৩ জনকে এদিন মৃত্যুদণ্ডে দণ্ডিত করল বনগাঁ আদালত।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *