National

চন্দুকে ফেরাল পাকিস্তান

ভারতীয় জওয়ান সেপাই চন্দু বাবুলাল চৌহানকে ‘মানবিকতার কথা’ মাথায় রেখে ছেড়ে দিল পাকিস্তান। পাকিস্তানের তরফে তেমনই দাবি করা হয়েছে। এর মধ্যে দিয়ে কোথাও হয়তো সৌহার্দ্যের বার্তাও ভারতকে দিল ইসলামাবাদ। গত বছর নেহাতই ভুলবশত ভারত-পাক সীমান্তে ডিউটি করার সময় পাক ভূখণ্ডে ঢুকে পড়েন ২২ বছরের চান্দু। তখনই তাঁকে আটক করে পাক সেনা। তারপর থেকে তিনি পাকিস্তানেই বন্দি অবস্থায় ছিলেন। যদিও ভারতের তরফে জানানো হয়, সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে চন্দুর কোনও সম্পর্ক নেই। নেহাই ভুল করে পাক সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। এদিন সে কথা মাথায় রেখে চন্দুকে ভারতের হাতে তুলে দিল পাকিস্তান।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *