State

ঘাতক গাড়ির চালককে গ্রেফতারের দাবি, মঙ্গলেও উত্তপ্ত বাখরাহাট

গত সোমবার দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটের রসপুঞ্জ মোড়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় মা ও ছেলের মৃত্যুর পর মঙ্গলবার সকালেও ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। কেন এখনও ঘাতক স্করপিওর স্টিয়ারিংয়ে থাকা শেখ কালুকে গ্রেফতার করা হল না তা নিয়ে প্রতিবাদে সরব এলাকাবাসী এদিন সকালে বাখরাহাট রোড অবরোধ করেন। সকালে অবরোধ করা হয় রাস্তা। তা চলে বেলা পর্যন্ত। তাঁদের অভিযোগ শেখ কালু সহ বেশ কয়েকজন বহিরাগত যুবক দীর্ঘদিন ধরে এই এলাকায় গাড়ি ও বাইক নিয়ে বেপরোয়া স্টান্ট দেখায়। জনবহুল এলাকায় তাদের স্টান্টে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এলাকাবাসী। অনেকে গাড়ি নিয়ে যেতেও ভয় পেতেন। স্থানীয় একটি মেয়েদের স্কুলের সামনেও চলছে তাদের দৌরাত্ম্য। ছাত্রীদের প্রায়শই উত্ত্যক্ত করত এরা। স্থানীয় মানুষের অভিযোগ সব জেনেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি! শেখ কালুকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে এদিন সোচ্চার হন তাঁরা।

 

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *