State
এক পরিবারের ৩ জনের আত্মহত্যার চেষ্টা, মৃত ২

একটি ঘর থেকে উদ্ধার হল মা ও মেয়ের নিথর দেহ। ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁর গলায় কাপড় জড়ানো ছিল। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটি কলেজ মোড়ে। ছেলে ময়ূরেন্দ্রনাথ ঠাকুরকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। ঘর থেকে একটি সুইসাইড নোট পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক অনুমান আর্থিক অনটনের কারণেই আত্মহত্যার পথ বেছে নেন একই পরিবারের ৩ জন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এদিকে ঠাকুর পরিবারের এমন ভয়ংকর সিদ্ধান্তে হতবাক প্রতিবেশিরা।