Lifestyle

‘সশব্দ সেক্স’ থামান, অসুবিধা হচ্ছে! প্রতিবেশিকে চিঠি ছাত্রীর

পাশের বাড়ির দম্পতি যখনই যৌনমিলন করেন তখন বড় বেশি আওয়াজ করেন। পাশের বাড়ি থেকে ভেসে আসা সেইসব ‘সশব্দ সেক্স’-এর অব্যক্ত শব্দ তাঁর অসুবিধার কারণ হয়। কোনও কাজ করতে বসলে মনঃসংযোগ বিঘ্নিত হয়। বিশেষত পড়ার সময় এমন শব্দ হলে খুব সমস্যা হয়। বেশ কিছুদিন সহ্য করার পর অবশেষে প্রতিবেশিকে চিঠি লিখে একথা জানান নিউ ইয়র্কের সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেন্না লেভিন।

চিঠিতে তাঁদের একটু নিচু স্বরে যৌনমিলনের অনুরোধ করেন জেন্না। অনুরোধপত্রটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টেও তুলে দেন ওই ছাত্রী। এদিকে প্রতিবেশি ওই চিঠি পেতেই কাজ হয়। প্রতিবেশি জেন্নাকে পাল্টা চিঠি পাঠিয়ে প্রথমেই তাঁদের এই কাজের জন্য ক্ষমা চেয়ে নেন। পরে লেখেন ওই বিশেষ মুহুর্তে তাঁর ঠিক খেয়াল থাকেনা যে তিনি কতটা জোরে শব্দ করছেন! আগামী দিনে প্রতিবেশির অসুবিধার কথা মাথায় রেখে ওই সময়ে শব্দের তীব্রতা নিয়ে তিনি সতর্ক থাকবেন বলেও আশ্বস্ত করেন ওই প্রতিবেশি। শুধু চিঠি পাঠিয়েই ক্ষান্ত হননি তিনি। সঙ্গে জেন্নার জন্য একটি চকোলেটও পাঠিয়েছেন।

এদিকে নিউ ইয়র্কের দুই প্রতিবেশির এই অভিযোগ ও ক্ষমা প্রার্থনা ট্যুইটারে জায়গা পাওয়ায় দ্রুত তা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেছে। বিষয়টিই এমন যে হুহু করে তা সোশ্যাল মিডিয়ায় ভাইরালের মত ছড়িয়ে পড়েছে। লাইক পড়ছে ঝড়ের গতিতে!

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button