State

জলপথে যুক্ত হল চুঁচুড়া-ফেয়ারলি প্লেস

জলপথে যুক্ত হল চুঁচুড়া ও ফেয়ারলি প্লেস। ফলে চুঁচুড়ার মানুষের আর কলকাতায় আসা নিয়ে চিন্তা রইল না।

কলকাতা : লোকাল ট্রেন চলছে না। বাসও অমিল। এই অবস্থায় জলপথ যে শহরতলি থেকে কলকাতা আসা যাওয়ার একটা বড় ভরসা হতে পারে তা ইতিমধ্যেই প্রমাণিত। মানুষের সুবিধা করতে গঙ্গা পাড়ের এলাকা উত্তরপাড়া, শ্রীরামপুর, চন্দননগর থেকে আগেই চালু করা হয়েছিল ফেরি চলাচল। যা কলকাতার অফিস পাড়ায় পৌঁছে দেয় সকালে। আর বিকেলে ফেরত নিয়ে যায়। এই ফেরি যোগাযোগের চাহিদা দেখে সোমবার থেকে চালু হল আরও একটি নতুন রুট। চুঁচুড়া থেকে কলকাতার ফেয়ারলি প্লেস।

বিধায়ক অসিত মজুমদার এই ফেরি চলাচলের সূচনা করেন সোমবার। চুঁচুড়া লঞ্চঘাট থেকে সকালে এই লঞ্চ চলাচলের শুভ সূচনা হয়। সবুজ পতাকা উড়িয়ে লঞ্চ ছাড়া হয়। ভোর সাড়ে ৬টায় চুঁচুড়া থেকে লঞ্চটি ছেড়ে ফেয়ারলি প্লেসে আসবে। আবার বিকেল ৪টে ৪০ মিনিটে ফেয়ারলি প্লেস থেকে ছেড়ে লঞ্চ ফিরবে চুঁচুড়ায়। আপাতত ১টি লঞ্চ চালু হয়েছে।

প্রথম দিন ১৭ জন যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ে। এই জলপথে যাতায়াতের ভাড়া পড়বে ৭০ টাকা। এখন যখন ট্রেন নেই, বাসের দেখা নেই, এই পরিস্থিতিতে কলকাতা আসা যাওয়ার জন্য এমন একটি পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ। চাহিদা বেশি হলে আরও লঞ্চ চালানোর চেষ্টা তিনি করবেন বলে এদিন জানান বিধায়ক।

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *